Breaking News
recent

ভালবাসার এসএমএস ছিলাম তেমন আছি


Image result for ভালবাসার এসএমএস
যেমন ছিলাম তেমন আছি,
বন্ধু তোমার পাশা-পাশি,
ভাবছো হয়তো ভুলে গেছি,
কেন ভাবছো মিছে-মিছি ।
যদি তোমায় ভুলে যেতাম,
তাহলে কি আর এসএমএস করতাম ?

বন্ধু মানে অবহেলা নয়,
বন্ধুকে আপন করে নিতে হয়,
বন্ধু হল সুখ- দুঃখের সাথী,
এমন বন্ধু রেখো না যে তোমার করে ক্ষতি !!
বিধাতার হাতে লিখা,
কার সাথে কার হবে দেখা ।
কেউ যানে না কবে কখন ,
কার সাথে গিয়ে মিলবে জীবন ।
তবুও থাকে একটি চাওয়া,
মনের মত বন্ধু পাওয়া ।
MD. Rasel Rana

MD. Rasel Rana

Blogger দ্বারা পরিচালিত.