Breaking News
recent

(মনির খান) তুমি ফিরে এসে দেখো

 • শিল্পীঃ মনির খান
 • অ্যালবামঃ পাওয়া যায় নি
 • সুরকারঃ পাওয়া যায় নি
 • গীতিকারঃ পাওয়া যায় নি
 • বছরঃ পাওয়া যায় নি
 • বিভাগঃ আধুনিক
 Image result for মনির খান ছবি
 • তুমি ফিরে এসে দেখো কত বদলে গেছি আমি
  আগের মতো করিনা পাগলামি।।
  তুমি চলে যাওয়ার পর আমার ভেঙ্গেছে অন্তর।।
  ভালোবেসে হয়েছি বদনামী। (ঐ)
  আমার অস্থিরতায় যেতো সময় করতে হৃদয় জয়
  অনুযোগে বলতে তুমি এটাই জীবন নয়।।
  তখন ছিলো শুধু ভয়, আহা! কখন কিযে হয়।।
  হঠাৎ যদি হারিয়ে যাও তুমি। (ঐ)
  আমার এখন শুধুই দুঃখ সয়ে বাঁচতে শেখার দিন
  এওতো আমার ব্যথার গানে তোমার দেয়া ঋণ।।
  যতই সুখের আয়োজন, ততই বলে আমার মন।।
  সুখের চেয়ে দুঃখ অনেক দামী।
  তুমি ফিরে এসে দেখো কত বদলে গেছি আমি
  আগের মতো করিনা পাগলামি।।
   
MD. Rasel Rana

MD. Rasel Rana

Blogger দ্বারা পরিচালিত.